social
4K Posts • 1M views
PRATHAM ALOR BARTA
562 views 5 days ago
বিনোদন উত্তরবঙ্গের বন্যাত্রাণে একঝাঁক বিনোদন জগতের মানুষ গত কয়েক দিনের প্রবল বৃষ্টিতে প্রবল ক্ষতি হয়েছে উত্তরবঙ্গের। ধস, বন্যা ও ব্রিজ ভেঙে বহু মানুষের মৃত্যু ঘটেছে। রাজনীতির মানুষেরা অনেকেই পৌঁছে গেছেন উত্তরবঙ্গে। তৃণমূল দূরবৃত্তদের আক্রমনে মুখের হাড় ভেঙেছে বিজেপি সাংসদ খাগেন মুর্মুর। সেই পরিস্থিতিতেই টলিপাড়ায় অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এর মধ্যেই রুক্মিণী মৈত্র তাঁর নতুন ছবির টিজার লঞ্চ বাতিল করেন। আর এরপর দেবকে দেখা গেল বন্যা কবলিত মানুষদের জন্য ত্রানের ব্যবস্থা করতে। মঙ্গলবার সমাজমাধ্যমের পাতায় দেব ত্রান বিতরণের বেশ কিছু ছবি ভাগ করে নেন। তবে দেব নিজে সেখানে উপস্থিত ছিলেন না। তাঁর প্রতিনিধিরাই তাঁর হয়ে ত্রাণ বিতরণ করেছেন। দেবের শেয়ার করা ছবিতে দেখা যায় একটি পোস্টার লাগানো, তাতে দেবের ছবি দেওয়া। তার পাশে লেখা, ‘উত্তরের বন্যায় দেব’। সামনে চাল, আলু, ডাল, সবজি সব রাখা। একাধিক ছবি ভাগ করে নিয়ে দেব ক্যাপশনে লেখেন, ‘উত্তরবঙ্গের এই কঠিন সময়ে আমি পাশে আছি, প্রার্থনা করি সবাই সুস্থ থাকুক ও এই কঠিন সময় খুব তাড়াতাড়ি কেটে যাক। বাংলা চলচ্চিত্র জগতের অনেকেই বলেছেন যে তাঁরা উত্তরবঙ্গের বিপর্যস্ত মানুষের পাশে থাকবেন।’ অন্যদিকে, এরপর পরই সমাজ মাধ্যমের পাতায় দেখা যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তও পোস্ট করেছেন। তাঁরা পোস্টে লিখেছেন, ‘উত্তরবঙ্গের মানুষের পাশে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি। দুর্গাপুজোর বাংলা সিনেমা মানুষকে আনন্দ দিতে পেরেছে, কিন্তু প্রকৃতি সেই উদযাপনে বাধা দিয়েছে। আমরা উত্তরবঙ্গের তীব্র কান্না অনুভব করতে পারি। এই সময়ে আমরা, হাতে-হাত ধরে আপনাদের যুদ্ধের অংশীদার হওয়ার তাগিদ অনুভব করেছি। কারণ উত্তরবঙ্গের মানুষদের ছাড়া আমাদের সিনেমা, আমাদের অস্তিত্ব অসম্পূর্ণ। সিনেমা শুধু বিনোদন দিতে পারে, এমন তো নয়। সিনেমা ভরসাও দিতে পারে।’ #social
9 likes
14 shares
PRATHAM ALOR BARTA
632 views 10 hours ago
চোরের হাত থেকে কৃষিজ ফসলকে রক্ষা করতে অভিনব পন্থা নিলেন বাঁকুড়ার কৃষক সুবল ঢালী বুদ্ধি দিয়ে নিজের উৎপাদন করা কৃষিজ ফসলকে রক্ষা করতে হবে। এই বুদ্ধিটাই খুঁজছিলেন বাঁকুড়ার একদল কৃষক। শেষ পর্যন্ত পন্থা বের করলেন সুবল ঢালী। বর্তমানে সমস্ত কৃষকের মাঠে রয়েছে শীতকালীন ফসল কফি। এই বছর কফির ব্যাপক ফলন হয়েছে ইতিমধ্যেই বাজারে সেই কফি বিক্রিও শুরু হয়েছে। কৃষকদের অভিযোগ বেশ কয়েকদিন ধরেই রাতের অন্ধকারে কেউ বা কারা কফি জমিতে ঢুকে কফি চুরি করে নিয়ে চলে যাচ্ছে। ফলে ব্যাপক সমস্যায় পড়েছে কৃষকরা। কারণ কৃষকরা কফি চাষ করেছে মহাজনের কাছে ঋণ করে। এই কফি চুরি হয়ে গেলে তারা সংসার চালাবেন কী করে এবং মহাজনের ঋণ শোধ করবেন কী করে? শেষ পর্যন্ত পথ বের হলো। চোরের হাত থেকে বাঁচতে অভিনব ভাবনা কৃষকের। চোরের উপদ্রব থেকে কফি জমিকে বাঁচতে উচ্চক্ষমতা সম্পন্ন লাইট ও সিসিটিভি লাগালেন কৃষক। বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের উত্তরপ্রান্তে দামোদর নদীর পাশে প্রত্যন্ত একটি গ্রাম চর গোবিন্দপুর। এখানে একশো শতাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। কৃষিকাজ করেই জীবন জীবিকা নির্বাহ করেন এখানকার কৃষকরা। চোরের উপদ্রব থেকে বাঁচতে চর গোবিন্দপুরের এক কৃষক সুবল ঢালী দারুণ পদক্ষেপ নিলেছেন। কফি জমিতে লাগিয়েছেন সিসি ক্যামেরা এবং রাতের অন্ধকার দূর করতে জমিতে লাগিয়েছেন উচ্চ ক্ষমতা সম্পন্ন আলো। চোরের মুখে ছাই দিয়ে এখন নিশ্চিন্তে আছেন সুবল ঢালী। #social
11 likes
6 shares
PRATHAM ALOR BARTA
543 views 10 hours ago
দুর্গাপুর গণধর্ষণ ঘটনায় গ্রেফতার আরো এক এই নিয়ে মোট ৪ জন গ্রেফতার হলো। দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণকে কেন্দ্রী করে উত্তাল হয়ে ওঠে বাংলা। দুর্গাপুরে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণের ঘটনায় ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ ৷ রবিবার তাদের পরাণগঞ্জের জঙ্গল এলাকা থেকে গ্রেফতার করা হয় ৷ রবিবার এই তিন অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এবার এই ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে এই ঘটনায় মোট ৪ জনকে গ্রেফতার করা হল। চতুর্থ অভিযুক্তকে আজ আদালতে তোলা হবে। ইতিমধ্যেই জাতীয় মহিলা কমিশনের (এনসিডব্লিউ) সদস্য অর্চনা মজুমদার দাবি করেছেন, এই মামলায় নির্যাতিতার বন্ধুর ভূমিকা সন্দেহজনক। হাসপাতালে নির্যাতিতার সঙ্গে দেখা করার পর তিনি বলেন, মেডিক্যাল ছাত্রীকে তার বন্ধু কলেজ থেকে বেরিয়ে আসতে বলেছিল। অর্চনা মজুমদার জানান, 'নির্যাতিতার বন্ধুকে জিজ্ঞাসাবাদ চলছে। বন্ধুই জেদ করে নির্যাতিতাকে বাইরে নিয়ে গিয়েছিল।' স্বাভাবিক কারণেই বন্ধুর দিকে পুলিশের প্রথম নজর। জাতীয় মহিলা কমিশনের (এনসিডব্লিউ) সদস্য অর্চনা মজুমদার আরও বলেন, অভিযুক্তরা যখন কলেজ ক্যাম্পাসের বাইরে নির্যাতিতাকে ঘিরে ফেলে, ঠিক তখনই তার বন্ধু চলে যায়। পুলিশের উচিত এই দিকটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা, কারণ প্রাথমিক প্রমাণ থেকে বোঝা যাচ্ছে যে এই ঘটনায় বন্ধুটির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে। ওড়িশা থেকে দুর্গাপুরে আসা নির্যাতিতার বাবাও তাঁর মেয়ের কথিত বন্ধুর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। বাবার বক্তব্য, 'অভিযুক্তরা আমার মেয়েকে ঘিরে ধরার সঙ্গে সঙ্গেই বন্ধু পালিয়ে যায়। আমার মেয়ে এখন প্রচণ্ড ব্যথায় ভুগছে। সে হাঁটতেও পারছে না। সে হাসপাতালের বিছানায় আছে। আমরা তার নিরাপত্তা নিয়ে খুব চিন্তিত। আমাদের আশঙ্কা, যেকোনও সময় তাকে হত্যা করা হতে পারে। সেই কারণেই আমরা তাকে ওড়িশায় ফিরিয়ে নিয়ে যেতে চাই। #social
13 likes
11 shares
PRATHAM ALOR BARTA
548 views 1 days ago
কলকাতার দুর্গাপূজার পরে এবার বারাসাতের কালীপুজো - ইউনেস্কো স্বীকৃতির অপেক্ষায় বাতাসাতের পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া এ বছর উদ্যোগ নিয়েছে কলকাতার দুর্গাপূজার মতো বাতাসাতের কালীপুজোকে ইউনেস্কো স্বীকৃতির জন্য। তাকে সম্পূর্ণভাবে সাহায্য করছেন রাজ্য সরকার। এদিন বারাসাত রবীন্দ্রভবনে আসন্ন কালীপুজো নিয়ে অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক শরদ কুমার ত্রিবেদী, পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া, অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস, ও রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ-সহ প্রশাসনের আধিকারিকেরা। বৈঠকে মূলত বারাসাত ও মধ্যমগ্রামের কালীপুজো উপলক্ষে দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ, যানবাহন চলাচলে বিধিনিষেধ, পুজো উদ্যোক্তাদের জন্য প্রশাসনিক নির্দেশিকা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অতীত অভিজ্ঞতায় দেখা গিয়েছে, কালীপুজোর দিনগুলিতে বারাসাত ও মধ্যমগ্রামের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়, এমনকি দীর্ঘ সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয় গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক-সহ চলাচলের রাস্তা। এবার সেই সমস্যা এড়াতে রাস্তার দুই ধারে ব্যারিকেড বসিয়ে দর্শনার্থীদের চলাচল সুরক্ষিত রাখার পাশাপাশি যানবাহন চলাচলে দুর্ঘটনা রোধে বিশেষ নজরদারির ব্যবস্থা থাকবে। যাতে পুরোপুরি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ না করা হয় সে বিষয়েও পরিকল্পনা গ্রহণ করছে জেলা প্রশাসন বলে জানা গিয়েছে। প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে যাতে পুজো মণ্ডপ গুলির আশপাশে শৃঙ্খলা বজায় থাকে। পাশাপাশি জনপ্রতিনিধিদের আবেদন করা হয়েছে আর্থিকভাবে সাহায্য করতে যাতে পুলিশ প্রশাসনও সুষ্ঠ পরিবেশ তৈরি করতে পারে। #social
7 likes
10 shares