চোরের হাত থেকে কৃষিজ ফসলকে রক্ষা করতে অভিনব পন্থা নিলেন বাঁকুড়ার কৃষক সুবল ঢালী
বুদ্ধি দিয়ে নিজের উৎপাদন করা কৃষিজ ফসলকে রক্ষা করতে হবে। এই বুদ্ধিটাই খুঁজছিলেন বাঁকুড়ার একদল কৃষক। শেষ পর্যন্ত পন্থা বের করলেন সুবল ঢালী। বর্তমানে সমস্ত কৃষকের মাঠে রয়েছে শীতকালীন ফসল কফি। এই বছর কফির ব্যাপক ফলন হয়েছে ইতিমধ্যেই বাজারে সেই কফি বিক্রিও শুরু হয়েছে। কৃষকদের অভিযোগ বেশ কয়েকদিন ধরেই রাতের অন্ধকারে কেউ বা কারা কফি জমিতে ঢুকে কফি চুরি করে নিয়ে চলে যাচ্ছে। ফলে ব্যাপক সমস্যায় পড়েছে কৃষকরা। কারণ কৃষকরা কফি চাষ করেছে মহাজনের কাছে ঋণ করে। এই কফি চুরি হয়ে গেলে তারা সংসার চালাবেন কী করে এবং মহাজনের ঋণ শোধ করবেন কী করে? শেষ পর্যন্ত পথ বের হলো।
চোরের হাত থেকে বাঁচতে অভিনব ভাবনা কৃষকের। চোরের উপদ্রব থেকে কফি জমিকে বাঁচতে উচ্চক্ষমতা সম্পন্ন লাইট ও সিসিটিভি লাগালেন কৃষক। বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের উত্তরপ্রান্তে দামোদর নদীর পাশে প্রত্যন্ত একটি গ্রাম চর গোবিন্দপুর। এখানে একশো শতাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। কৃষিকাজ করেই জীবন জীবিকা নির্বাহ করেন এখানকার কৃষকরা। চোরের উপদ্রব থেকে বাঁচতে চর গোবিন্দপুরের এক কৃষক সুবল ঢালী দারুণ পদক্ষেপ নিলেছেন। কফি জমিতে লাগিয়েছেন সিসি ক্যামেরা এবং রাতের অন্ধকার দূর করতে জমিতে লাগিয়েছেন উচ্চ ক্ষমতা সম্পন্ন আলো। চোরের মুখে ছাই দিয়ে এখন নিশ্চিন্তে আছেন সুবল ঢালী।
#social
