ShareChat
click to see wallet page
কলকাতার দুর্গাপূজার পরে এবার বারাসাতের কালীপুজো - ইউনেস্কো স্বীকৃতির অপেক্ষায় বাতাসাতের পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া এ বছর উদ্যোগ নিয়েছে কলকাতার দুর্গাপূজার মতো বাতাসাতের কালীপুজোকে ইউনেস্কো স্বীকৃতির জন্য। তাকে সম্পূর্ণভাবে সাহায্য করছেন রাজ্য সরকার। এদিন বারাসাত রবীন্দ্রভবনে আসন্ন কালীপুজো নিয়ে অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক শরদ কুমার ত্রিবেদী, পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া, অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস, ও রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ-সহ প্রশাসনের আধিকারিকেরা। বৈঠকে মূলত বারাসাত ও মধ্যমগ্রামের কালীপুজো উপলক্ষে দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ, যানবাহন চলাচলে বিধিনিষেধ, পুজো উদ্যোক্তাদের জন্য প্রশাসনিক নির্দেশিকা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অতীত অভিজ্ঞতায় দেখা গিয়েছে, কালীপুজোর দিনগুলিতে বারাসাত ও মধ্যমগ্রামের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়, এমনকি দীর্ঘ সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয় গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক-সহ চলাচলের রাস্তা। এবার সেই সমস্যা এড়াতে রাস্তার দুই ধারে ব্যারিকেড বসিয়ে দর্শনার্থীদের চলাচল সুরক্ষিত রাখার পাশাপাশি যানবাহন চলাচলে দুর্ঘটনা রোধে বিশেষ নজরদারির ব্যবস্থা থাকবে। যাতে পুরোপুরি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ না করা হয় সে বিষয়েও পরিকল্পনা গ্রহণ করছে জেলা প্রশাসন বলে জানা গিয়েছে। প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে যাতে পুজো মণ্ডপ গুলির আশপাশে শৃঙ্খলা বজায় থাকে। পাশাপাশি জনপ্রতিনিধিদের আবেদন করা হয়েছে আর্থিকভাবে সাহায্য করতে যাতে পুলিশ প্রশাসনও সুষ্ঠ পরিবেশ তৈরি করতে পারে। #social
social - ಞCE ಞCE - ShareChat

More like this