Failed to fetch language order
Failed to fetch language order
broken heart
3K Posts • 12M views
১. কেউ বিশ্বাস ঘাতকতা করছে? - চুপ হয়ে যান। ২.কেউ যন্ত্রণা দিচ্ছে? - চুপ হয়ে যান। ৩.কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি? - চুপ হয়ে যান। ৪.কোন মানুষ অনেক অপমান করছে? - চুপ হয়ে যান। ৫.কেউ ঠকিয়ে গেছে? - চুপ হয়ে যান। ৬.কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে? - চুপ হয়ে যান। এমন নিরব হয়ে যান, সে মানুষগুলো যেনো আর কখনই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে। মৃ'ত হয়ে যান তাদের কাছে। প্রতিজ্ঞা করুন আর কখনই ঘুরে তাকাবেন না। শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি কষ্ট পাবেন না। এই যে নিরবতা আপনাকে দম বন্ধ করা আর্তনাদ দিবে কিন্তু অপর পক্ষকে দিবে আফসোস। আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি। কিন্তু আপনি জানেন কি? যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি, আপনাকে দমবন্ধ কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না। তাই নিজের স্বার্থে বাঁচুন, নিজেকে ভালোবাসুন, আপনার একজন "সৃষ্টিকর্তা" আছেন। সকল দুঃখ, কষ্ট, চাওয়া, পাওয়ার কথা সৃষ্টিকর্তাকে বলুন তিনি সব কিছুর সমাধান করবেন। #life hurts 💔🥺 #😇অনুপ্রেরণা মূলক জীবনী শিক্ষা #Reality Of Life #broken heart
13 likes
16 shares
যখন কেউ টের পেয়ে যায়, আপনি তাকে সত্যি খুব ভালোবাসেন, ততক্ষণ পর্যন্ত ব্যাপারটা স্বাভাবিক। কিন্তু যখন সে বুঝে যায়, আপনি তার প্রতি দুর্বল, ঠিক তখন থেকেই সে আপনাকে তার হাতের পুতুল মনে করে। যখন থেকে হাতের পুতুল মনে করে, তখন থেকেই মূলত অবহেলা করা শুরু হয়! সে যেভাবে বলবে, যা বলবে, যেভাবে থাকতে চাইবে, আপনাকে কষ্ট হলেও সব হাসিমুখে মেনে নিতে হবে। সে যাই করুক আপনার সাথে, যতটা অন্যায়—অবিচারই করুক, কোনো অভিযোগ করা যাবে না। যতদিন সহ্য করে যাবেন, যতক্ষণ সব মেনে নিবেন, ততদিন সম্পর্ক টিকে থাকবে। যখনই আপনি মেনে নিতে না পেরে অভিযোগের আঙুল তুলবেন, সে আপনাকে ছেড়ে দিতে আর দ্বিতীয়বার ভাববে না! এমনকি আপনি অভিমানে, ক্ষোভে, দুঃখে নিজেকে সরিয়ে নিয়ে এলেও তার বিন্দুমাত্র আফসোস কিংবা অনুশোচনা হবে না। যেরকমটা তুমি আমার সঙ্গে করছো।💔 #broken heart #life hurts 💔🥺 #ツ꧁trนē liຖēŞ༒࿐🙂🙂 #😔বাস্তব বড়ো কঠিন 😔 #💔একাকিত্ব জীবন💔
14 likes
7 shares