যখন কেউ টের পেয়ে যায়, আপনি তাকে সত্যি খুব ভালোবাসেন, ততক্ষণ পর্যন্ত ব্যাপারটা স্বাভাবিক। কিন্তু যখন সে বুঝে যায়, আপনি তার প্রতি দুর্বল, ঠিক তখন থেকেই সে আপনাকে তার হাতের পুতুল মনে করে।
যখন থেকে হাতের পুতুল মনে করে, তখন থেকেই মূলত অবহেলা করা শুরু হয়! সে যেভাবে বলবে, যা বলবে, যেভাবে থাকতে চাইবে, আপনাকে কষ্ট হলেও সব হাসিমুখে মেনে নিতে হবে। সে যাই করুক আপনার সাথে, যতটা অন্যায়—অবিচারই করুক, কোনো অভিযোগ করা যাবে না।
যতদিন সহ্য করে যাবেন, যতক্ষণ সব মেনে নিবেন, ততদিন সম্পর্ক টিকে থাকবে। যখনই আপনি মেনে নিতে না পেরে অভিযোগের আঙুল তুলবেন, সে আপনাকে ছেড়ে দিতে আর দ্বিতীয়বার ভাববে না! এমনকি আপনি অভিমানে, ক্ষোভে, দুঃখে নিজেকে সরিয়ে নিয়ে এলেও তার বিন্দুমাত্র আফসোস কিংবা অনুশোচনা হবে না।
যেরকমটা তুমি আমার সঙ্গে করছো।💔
#broken heart #life hurts 💔🥺 #ツ꧁trนē liຖēŞ༒࿐🙂🙂 #😔বাস্তব বড়ো কঠিন 😔 #💔একাকিত্ব জীবন💔