Failed to fetch language order
Failed to fetch language order
দামোদর ব্রত মাস
18 Posts • 2K views
Dhoni
2K views 13 days ago
#দামোদর মাস 🌿 #শুভ দামোদর মাস #দামোদর ব্রত মাস 🌿 . 🕉️⚛️💗 #সনাতন_ধর্ম 💗⚛️🕉️⛳🚩 ⚜️🔔 #জয়_গোপাল_challenge 🔔⚜️ •─•●🔹#নিয়মসেবা_মাস🔹●•─• #দামোদর_মাস_২০২৫ *─⊱✼ #দামোদর ✼⊰─* ✧════════•❁❀❁•════════✧ 🧡⚜️🕉️ আজ সোমবার 13/10/2025 🕉️⚜️🧡 আজ আশ্বিন মাসের ২৬ তারিখ সোমবার ✧════════•❁❀•════════✧ আজ দামোদর মাসের ৮ দিন । #কার্তিক_মাসকে_কেনো_দামোদর_মাস_বলা_হয় আসুন জেনে নেওয়া যাক : - 🕉️ সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো ⚜️ দামোদর মাস (কার্তিক মাস) ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস । এই মাসে মা যশোদা গোপালকে উখলে (দণ্ডায়মান অবস্থায়) বেঁধেছিলেন, তাই এই মাসকে “দামোদর মাস” বলা হয় । এই সময় ভক্তরা ভগবানের প্রতি অগাধ প্রেম ও ভক্তি প্রকাশের জন্য দীপদান (প্রদীপ জ্বালানো) করেন । 🔱 #দীপদানের_মাহাত্ম্য : - দীপদান করলে অন্ধকার (অজ্ঞতা) দূর হয় ও জ্ঞান ও ভক্তির আলো জ্বলে । এটি পাপমোচন, শান্তি ও শুভ ফল প্রদান করে । গোপাল (দামোদর রূপে শ্রীকৃষ্ণ) দীপদানের ভক্তদের অশেষ আশীর্বাদ প্রদান করেন । পদ্মপুরাণে বলা হয়েছে, “দামোদর মাসে একটিমাত্র প্রদীপ দান করলে অসংখ্য জন্মের পাপ নষ্ট হয় ।” ✨ তাই ভক্তরা এই মাসে প্রতিদিন সন্ধ্যায় গোপালের সামনে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করেন : - “দীপ দান করে যেন আমার অন্তরের অন্ধকার দূর হয়, এবং ভগবান কৃষ্ণ আমার হৃদয়ে স্থিত হন ।”
26 likes
34 shares
Dhoni
665 views 12 days ago
#দামোদর মাস 🌿 #দামোদর ব্রত মাস #শুভ দামোদর মাস #দামোদর #জয় গোপাল 🌿 . 🕉️⚛️💗 #সনাতন_ধর্ম 💗⚛️🕉️⛳🚩 ⚜️🔔 #জয়_গোপাল_challenge 🔔⚜️ •─•●🔹#নিয়মসেবা_মাস🔹●•─• #দামোদর_মাস_২০২৫ *─⊱✼ #দামোদর ✼⊰─* ✧════════•❁❀❁•════════✧ 🧡⚜️🕉️ আজ মঙ্গলবার 14/10/2025 🕉️⚜️🧡 আজ আশ্বিন মাসের ২৭ তারিখ মঙ্গলবার ✧════════•❁❀•════════✧ আজ দামোদর মাসের ৯ দিন । দামোদর ব্রত সম্পর্কিত শাস্ত্রীয় নির্দেশাবলি শ্রীশ্রী হরিভক্তিবিলাস গ্রন্থের ষোড়শ অধ্যায়ে কার্তিক মাস তথা দামোদর মাস সম্পর্কে বিস্তারিত ভাবে বর্ণনা করা হয়েছে । সেখানেই কার্তিক মাসের ব্রত পদ্ধতি, করণীয়, বর্জনীয়, দীপদান প্রভৃতি বিভিন্ন কৃত্যাদি বর্ণিত হয়েছে । নিম্নে সেগুলোই আলোচিত হলো । বামপার্শ্বস্থ সংখ্যা হরিভক্তিবিলাস গ্রন্থের শোকসংখ্যা জ্ঞাপক । কার্তিক কৃত্যসমূহ ১। কার্তিক মাসের অধিষ্ঠাতৃদেব শ্রীরাধিকার সাথে শ্রীদামোদরে আমি প্রপন্ন হই । যাঁর প্রভাবে তাঁর প্রিয়তম কার্তিক মাস সেবিত হবেন । ২। স্কন্দ ও পদ্মপুরাণাদিতে কার্তিক কৃত্যাদি পরিস্ফুটভাবে প্রকাশিত আছে তথাপি এই গ্রন্থে একত্রে সংগ্রহ করে সারাংশ লিখতে হচ্ছে । ৩। এই কার্তিক মাসে বৈষ্ণব বিশেষতঃ নিত্য শ্রীদামোদরের অর্চন, প্রাতঃস্নান, দান ব্রতাদি করবেন । ৪। সেইরূপ বিশেষ বিশেষ দিনে যে শ্রীভগবৎ-পূজনাদি বিশেষ নিয়মে করবেন, তা পূর্বে বিচার পূর্বক লিখা হবে। কার্তিক ব্রতের নিত্যতা স্কন্দপুরাণে ব্রহ্মা-নারদ সংবাদে- ৫। দুর্লভ মনুষ্যজন্ম লাভ করে যে মানব কার্তিক ব্রতে বর্ণিত ধর্ম আচরণ না করেন, হে ধার্মিকবর তাকে মাতৃপিতৃ ঘাতক জানবেন । ৬। দামোদর প্রিয় কার্তিকমাস যে মানব ব্রতহীনভাবে অতিবাহিত করে, সে মানব সর্বধর্ম বর্জিত হয়ে পশুপাখি জন্ম লাভ করে । ৭। হে মুনিবর ! যে মানব কার্তিক ব্রত না করে, সে ব্রহ্মঘাতী, গোঘাতী, স্বর্ণচোর ও সর্বদা মিথ্যাবাদী । ৮। বিশেষতঃ যে বিধবা নারী কার্তিক ব্রত না করে, হে মুনিশ্রেষ্ঠ ! সে সত্যিই নরকে গমন করে । ৯। কার্তিক মাসে যে গৃহী ব্রত না করে, তার যজ্ঞদানাদি বৃথা হয় এবং কল্পকাল নরকবাসী হয় । ১০। কার্তিক মাস প্রাপ্ত হয়ে যে দ্বিজ ব্রত বিমুখ, দেবরাজসহ দেবগণ সকলে তার প্রতি বিমুখ । ১১। হে বিপ্রেন্দ্র ! বহু যজ্ঞ দ্বারা পূজা করে এবং শতবার শ্রাদ্ধ করেও কার্তিকে ব্রত না করার ফলে স্বর্গ প্রাপ্ত হয় না । ১২। কার্তিকে বৈষ্ণবব্রত না করার ফলে সন্ন্যাসী, বিধবা ও বিশেষতঃ বনাশ্রমী ব্যক্তি নরকে যায় । ১৩। হে বিপ্রবর ! কার্তিকে যদি সে বৈষ্ণব ব্রত না করল, তার বেদসমূহ অধ্যয়নে কি ফল ? এবং পুরাণসমূহ পাঠে কি ফল ? ১৪। কার্তিক ব্রত না করায় জন্ম অবধি পুণ্য উপার্জন করলেও সে সকল পুণ্য ভস্মীভূত হয় । ১৫। কার্তিকে ব্রত না করলে যে উৎকৃষ্ট দান, সুমহান তপস্যা ও জপ সকলই বিফল হয় । ১৬। হে নারদ ! কার্তিক মাসে উত্তম বৈষ্ণব ব্রত না করলে সপ্ত জন্মার্জিত পুণ্য বৃথা হয় । ১৭। হে মহামুনে ! যারা কার্তিকে পবিত্র বৈষ্ণবব্রত না করে ইহলোকে সেই মানবগণকে পাপমূর্তি বলে জানবেন । ১৮। শ্রীবিষ্ণুর নিয়ম না করে যে ব্যক্তি কার্তিক মাস অতিবাহিত করে, হে নারদ সে জন্মার্জিত পুণ্যের ফল পায় না । ১৯। হে মুনে ! নিয়মব্যতীত যে কার্তিক মাস যাপন করে এবং চাতুর্মাস্য ব্রত না করে, সে কুলাধম ব্রহ্মঘাতী । ২০-২২। হে শ্রীনারদ ! যে বা যারা পিতৃপক্ষে পিতৃগণের পিণ্ডদান না করে, কার্তিকে ব্রত না করে, শ্রাবণী পূর্ণিমাতে ঋষিতর্পণ না করে । চৈত্রমাসে বিষ্ণুর দোল না করে, পবিত্র জলে মাঘস্নান না করে, পুষ্যানক্ষত্রে আমলকীব্রত না করে, শ্রাবণে জন্মাষ্টমী না করে, শ্রাবণদ্বাদশীতে সঙ্গমে স্নান না করে, সেই মূঢ়গণ কোথায় যাবে আমি তা জানি না । পদ্মপুরাণে শ্রীনারদ-শৌনকাদি মুনিগণ-সংবাদে -- ২৩। ভারতবর্ষে যে মানব কার্তিক মাস নিয়মব্যতীত অতিবাহিত করে, সে হাতে চিন্তামনি পেয়ে কাদাজলে নিক্ষেপ করে । ২৪। হে বিপ্রগণ ! নিয়মব্যতীত যে ব্যক্তি কার্তিক মাস যাপন করে, তার প্রতি কৃষ্ণ বিমুখ, যেহেতু ঊর্জ্জাব্রত শ্রীকৃষ্ণের প্রিয় । কার্তিকে বিশেষস্নানদানাদি সৎকর্মের নিত্যতা স্কন্দপুরাণে কার্তিকব্রত মাহাত্ম্যে । ২৫। হে পুত্র ! যারা কার্তিকে দান, হোম, জপ, স্নান ও শ্রীহরিব্রত না করে, সেই দ্বিজগণ নরাধম । ২৬। যারা কার্তিকে দান, হোম, জপ ও ব্রত না করল, সেই কারণে নিশ্চয়ই আত্মাকে বঞ্চিত করল, প্রার্থিত ফল পেল না । ২৭। হে নারদ ! কার্তিক মাস প্রাপ্ত হয়ে যারা জনার্দনে ভক্তি না করল, পিতৃগণের সাথে যমপুরে তাদের বাস হয় । ২৮।‌ যারা কার্তিকে ভক্তিভাবে কেশবদেবের অর্চনা না করল, তারা যমদূতগণ কর্তৃক বন্ধিত হয়ে নরকে গমন করবে । ২৯। সহশ্র কোটি জন্মের সাধনের ফলে দুর্লভ মানবজন্ম প্রাপ্ত হয়ে যে কার্তিকে শ্রীবিষ্ণুর অর্চন করল না, তার জন্ম বিফলে গেল । ৩০। যার কার্তিক মাসে বিষ্ণুপূজা, বিষ্ণুকথা, বৈষ্ণবগণের দর্শন না হয় তার দশবার্ষিক পুণ্য নষ্ট হয় ।
16 likes
18 shares
Dhoni
736 views 20 days ago
#জয় গোপাল #🙏🌺❤️ জয় গোপাল 🙏🌺❤️ #দামোদর #দামোদর মাস 🌿 #দামোদর ব্রত মাস 🪔🪔 শ্রীদামোদরাষ্টকম্ বাংলা অনুবাদ সহ🪔🪔 নমামীশ্বরং সচ্চিদানন্দরূপং লসৎ-কুণ্ডলং গোকুলে ভ্রাজমানম্ । যশোদা-ভিয়োলূখা লাদ্ধাবমানং পরামৃষ্টম্‌ অত্যান্ততো দ্রুত্য গোপ্যা ॥১ #অনুবাদ : - যিনি সচ্চিদানন্দ-স্বরূপ, যাঁর কর্ণযুগলে কুন্ডল আন্দোলিত হচ্ছে, যিনি গোকুলে পরম শোভা বর্দ্ধন করছেন এবং যিনি শিক্য অর্থাৎ শিকায় রাখা নবনীত (মাখন) অপহরণ করে মা যশোদার ভয়ে উদূখলের উপর থেকে ঝাঁপ দিয়ে অতিশয় বেগে পলায়ন করেছিলেন ও মা যশোদাও যাঁর পিছনে ধাবিত হয়ে পৃষ্ঠদেশ ধরে ফেলেছিলেন, সেই পরমেশ্বররূপী শ্রীদামোদরকে প্রণাম করি । রুদন্তং মুহুর্নেত্র-য়ুগ্মং মৃজন্তং করাম্ভোজ-য়ুগ্মেন সাতঙ্ক-নেত্রম্ । মুহুঃ শ্বাস-কম্প-ত্রিরেখাঙ্ক-কণ্ঠ- স্থিতগ্রৈবং দামোদরং ভক্তি-বদ্ধম্ ॥২ #অনুবাদ : - যিনি মায়ের হাতে লাঠি দেখে কাঁদতে কাঁদতে দু’খানি পদ্মহস্ত দিয়ে বারবার চোখদুটিকে রগড়াচ্ছেন, যাঁর চোখে ভয়ের লক্ষণ ফুটে উঠেছে ও ভয়ের কারণে মুহুর্মুহুঃ শ্বাস-প্রশ্বাস পড়ছে, শ্বাস-প্রশ্বাসে কম্পন অনুভূত হচ্ছে, যাঁর কণ্ঠস্থ মুক্তাহার দোদুল্যমান হচ্ছে এবং যাঁর উদরে দড়ির বাঁধন রয়েছে, সেই ভক্তিবদ্ধ শ্রীদামোদরকে বন্দনা করি । ইতীদৃক্‌ স্বলীলাভিরানন্দ-কুণ্ডে স্বঘোষং নিমজ্জন্ত-মাখ্যাপয়ন্তম্ । তদীয়েষিতা-জ্ঞেষু ভক্তৈরর্জিতত্বং পুনঃ প্রেমতস্তং শতাবৃত্তি বন্দে ॥৩ #অনুবাদ : - যিনি এইরকম বাল্যলীলার দ্বারা সমস্ত গোকুলবাসীকে আনন্দ সরোবরে নিমজ্জিত করেন এবং যিনি ভগবদৈশ্বর্য-জ্ঞান-পরায়ণ ভক্তসমূহে ‘আমি কর্তৃক পরাজিত অর্থাৎ ভক্তের বশীভূত’- এই তত্ত্ব প্রকাশ করেন, সেই ঈশ্বররূপী দামোদরকে আমি প্রেম-সহকারে শত শতবার বন্দনা করি । বরং দেব মোক্ষং ন মোক্ষাবধিং বা ন চান্যং বৃণেহ্হং‌ বরেশাদপীহ । ইদং তে বপুর্নাথ গোপাল-বালং সদা মে মনস্যা বিরাস্তাং কিমন্যৈঃ ॥৪ #অনুবাদ : - হে দেব ! তুমি সবরকম বরদানে সমর্থ হলেও আমি তোমার কাছে মোক্ষ বা মোক্ষের পরাকাষ্ঠাস্বরূপ শ্রীবৈকুন্ঠলোক বা অন্য কোন বরণীয় বস্তু প্রার্থনা করি না, তবে আমি কেবল এই প্রার্থনা করি যে, এই বৃন্দাবনস্থ তোমার ঐ পূর্ববর্ণিত বালগোপালরূপী শ্রীবিগ্রহ আমার মানসপটে সর্বদা আবির্ভূত হোক। হে প্রভু ! যদিও তুমি অন্তর্যামীরূপে সর্বদা হৃদয়ে অবস্থান করছ, তবুও তোমার ঐ শৈশব লীলাময় বালগোপাল মূর্তি সর্বদা সুন্দররূপে আমার হৃদয়ে প্রকটিত হোক । ইদং তে মুখাম্ভোজম্‌ অত্যন্ত নীলৈর- বৃতং কুন্তলৈঃ স্নিগ্ধ-রক্তৈশ্চ গোপ্যা । মুহুশ্চুম্বিতং বিম্ব-রক্তাধরং মে মনস্যাবিরাস্তাম্‌ অলং লক্ষা-লাভৈঃ ॥ ৫ ॥ #অনুবাদ : - হে দেব, তোমার যে বদন-কমল অতীব শ্যামল, স্নিগ্ধ ও রক্তবর্ণ কেশসমূহে সমাবৃত এবং তোমার যে বদনকমলস্থ বিম্বফলসদৃশ রক্তবর্ণ অধর মা যশোদা বারবার চুম্বন করছেন, সেই বদনকমলের মধুরিমা আমি আর কি বর্ণন করব ? আমার মনোমধ্যে সেই বদন-কমল আবির্ভূত হোক । ঐশ্বর্যাদি অন্যবিধ লক্ষ লক্ষ লাভেও আমার কোন প্রয়োজন নেই- আমি অন্য আর কিছুই চাই না । নমো দেব দামোদরানন্ত-বিষ্ণো প্রসীদ প্রভো দুঃখ-জালাব্ধি-মগ্নম্ । কৃপাদৃষ্টি-বৃষ্ট্যাতি-দীনং বতানু- গৃহানেশ মাং অজ্ঞ মেধ্যক্ষিদৃশ্যঃ ! ৬ #অনুবাদ : - হে দেব ! হে দামোদর ! হে অনন্ত ! হে বিষ্ণু ! আমার প্রতি প্রসন্ন হও । হে প্রভু! হে ঈশ্বর ! আমি দুঃখপরম্পরারূপ সমুদ্রে নিমগ্ন হয়ে একেবারে মরণাপন্ন হয়েছি, তুমি কৃপাদৃষ্টিরূপ অমৃত দ্বারা আমার প্রাণ রক্ষা কর । কুবেরাত্মজৌ বদ্ধ-মূর্ত্যৈব যদ্বৎ ত্বয়া মোচিতৌ ভক্তি-ভাজৌ কৃতৌ চ । তথা প্রেম-ভক্তিং স্বকাং মে প্রয়চ্ছ ন মোক্ষে গ্রহোমেহ্‌স্তি দামোদরেহ ॥৭ #অনুবাদ : - হে দামোদর ! তুমি যেভাবে গো অর্থাৎ গাভী-বন্ধন রজ্জুদ্বারা উদূখলে বদ্ধ হয়ে শাপগ্রস্থ নলকুবের ও মণিগ্রীব নামক দুই কুবের পুত্রদেরকে মুক্ত করে তাদের ভক্তিমান্ করেছ, আমাকেও সেইরূপ প্রেমভক্তি প্রদান কর । নমস্তেহ্স্তু দাম্নে স্ফুরদ্দীপ্তি-ধাম্নে ত্বদীয়োদরায়াথ বিশ্বস্য ধাম্নে । নমো রাধিকায়ৈ ত্বদীয়-প্রিয়ায়ৈ নমোহ্‌নন্তলীলায় দেবায় তুভ্যম্ ॥৮) অনুবাদ: হে দেব! তোমার তেজোময় উদরবন্ধন-রজ্জুতে এবং বিশ্বের আধার-স্বরূপ তোমার উদরে আমার প্রণাম নিবেদন । তোমার প্রিয়তমা শ্রীরাধিকাকে আমি প্রণাম নিবাদন করি এবং অনন্তলীলাময় দেব তোমাকেও প্রণতি নিবেদন করি । 🌺প্রতিদিন শ্রীদামোদরাষ্টকম্ পাঠ করে “শ্রীশ্রী-রাধাদামোদর” কে ঘৃত প্রদীপ, অথবা তুলসী কাষ্ট প্রদীপ নিবেদন করবেন । হরে কৃষ্ণ ।🌿🌺
16 likes
15 shares
Dhoni
460 views 4 days ago
#দামোদর মাস 🌿 #দামোদর ব্রত মাস #শুভ দামোদর মাস #জয় গোপাল #🙏🌺❤️ জয় গোপাল 🙏🌺❤️ 🌿 . 🕉️⚛️💗 #সনাতন_ধর্ম 💗⚛️🕉️⛳🚩 ⚜️🔔 #জয়_গোপাল_challenge 🔔⚜️ •─•●🔹#নিয়মসেবা_মাস🔹●•─• #দামোদর_মাস_২০২৫ *─⊱✼ #দামোদর ✼⊰─* ✧════════•❁❀❁•════════✧ 🧡⚜️🕉️ আজ বুধবার 22/10/2025 🕉️⚜️🧡 আজ কার্তিক মাসের ০৪ তারিখ বুধবার ✧════════•❁❀•════════✧ আজ দামোদর মাসের ১৭ দিন ।
20 likes
11 shares