#দামোদর মাস 🌿 #শুভ দামোদর মাস #দামোদর ব্রত মাস 🌿 . 🕉️⚛️💗 #সনাতন_ধর্ম 💗⚛️🕉️⛳🚩
⚜️🔔 #জয়_গোপাল_challenge 🔔⚜️
•─•●🔹#নিয়মসেবা_মাস🔹●•─•
#দামোদর_মাস_২০২৫
*─⊱✼ #দামোদর ✼⊰─*
✧════════•❁❀❁•════════✧
🧡⚜️🕉️ আজ সোমবার 13/10/2025 🕉️⚜️🧡
আজ আশ্বিন মাসের ২৬ তারিখ সোমবার
✧════════•❁❀•════════✧
আজ দামোদর মাসের ৮ দিন ।
#কার্তিক_মাসকে_কেনো_দামোদর_মাস_বলা_হয়
আসুন জেনে নেওয়া যাক : -
🕉️ সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো ⚜️
দামোদর মাস (কার্তিক মাস) ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস । এই মাসে মা যশোদা গোপালকে উখলে (দণ্ডায়মান অবস্থায়) বেঁধেছিলেন, তাই এই মাসকে “দামোদর মাস” বলা হয় । এই সময় ভক্তরা ভগবানের প্রতি অগাধ প্রেম ও ভক্তি প্রকাশের জন্য দীপদান (প্রদীপ জ্বালানো) করেন ।
🔱 #দীপদানের_মাহাত্ম্য : -
দীপদান করলে অন্ধকার (অজ্ঞতা) দূর হয় ও জ্ঞান ও ভক্তির আলো জ্বলে ।
এটি পাপমোচন, শান্তি ও শুভ ফল প্রদান করে ।
গোপাল (দামোদর রূপে শ্রীকৃষ্ণ) দীপদানের ভক্তদের অশেষ আশীর্বাদ প্রদান করেন ।
পদ্মপুরাণে বলা হয়েছে, “দামোদর মাসে একটিমাত্র প্রদীপ দান করলে অসংখ্য জন্মের পাপ নষ্ট হয় ।”
✨ তাই ভক্তরা এই মাসে প্রতিদিন সন্ধ্যায় গোপালের সামনে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করেন : -
“দীপ দান করে যেন আমার অন্তরের অন্ধকার দূর হয়, এবং ভগবান কৃষ্ণ আমার হৃদয়ে স্থিত হন ।”

