Failed to fetch language order
Failed to fetch language order
হরে কৃষ্ণ
1K Posts • 834K views
Mîßtï
1K views 4 hours ago
এই চিএটি এক অতুলনীয় ভক্তি ও নির্মল প্রেমের প্রতিচ্ছবি। -যেখানে শ্রীকৃষ্ণ সখা সুধাময়ের রূপে, তাঁর অতি প্রিয় বন্ধু সুধামার (শ্রীকৃষ্ণের শৈশব বন্ধু, যিনি পরে 'সুদামা' নামে পরিচিত) সঙ্গে প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে বসে আছেন। ছবির প্রতিটি রেখায়, প্রতিটি রঙে এবং সেই নিষ্কলুষ হাসিতে ফুটে উঠেছে এক অনন্ত আধ্যাত্মিক সত্য। - ভগবান ভক্তকে কেবল উপাসনার পাএ নয়, হৃদয়ের অঙ্গ করে নেন। ছবির ধর্মীয় তাৎপর্য (সাহিত্যিক ব্যাখ্যায়): ঘনশ্যাম শ্রীকৃষ্ণ গলা ভর্তি বেলি ফুলের মালা, হাতে মিষ্টান্ন, মুখে কোমল হাসি। পাশে বসা তাঁর বাল্য বন্ধু সুদামা- যাঁর চেহারায় জপ তুলসীর কন্ঠী, মুখে লাজুক শ্রদ্ধার ছায়া, হাতে বিনয়ের অর্ঘ্য। এই দৃশ্য যেন এক মহাকাব্যিক বাণীর প্রতিধ্বনি -- "ভক্তের সঙ্গে প্রভুর সম্পর্ক হয় আত্মার আত্মীয়তায়, সেখানে জাত-ধর্ম, ধন-সম্পদ বাহ্যিকতা মূল্যহীন।" ঘাসে বসে থাকা, মাটির কাছে থাকা, একসাথে লাড্ডু খাওয়া- এইসবই যেন এক ঐশ্বরিক শিক্ষা দেয় যে, ইশ্বর কেবল মন্দিরে নয় হৃদয়ের পবিএতায়ই আবির্ভূত হন। শ্রীকৃষ্ণ যখন বন্ধুর কাঁধে বাহু রাখেন, তখন তিনি নিজেই বলেন-- "যে হৃদয় ভক্তিতে পূর্ণ, সেখানেই আমি অনায়াসে বাস করি।" এই ছবিটি আমাদের শেখায়: ● ভক্তি হল আত্মার বিনিময়, নয় বাহ্যিক রীতি। ● সত্যিকারের প্রেমে সমানতা থাকে- প্রভু ও ভক্ত, ধনী ও দরিদ্র সকলের হৃদয় সমান। ● একটি ভাগ করা লাড্ডু যেমন বন্ধুত্বের গন্ধ বহন করে, তেমনি প্রেমের প্রসাদে পরিপূর্ণ হয় জীবনের উপাসনা। "ভক্ত আর প্রভুর মাঝে সম্পর্ক, হিসেবের নয় ভালোবাসার। বন্ধুত্ব এক নিমেষে ভগবান হয়ে ওঠেন আপনার, আর আপনি হয়ে যান তাঁর।" শ্রীকৃষ্ণ ও সুদামার এই চিএ আমাদের মনে করিয়ে দেয়-- ভক্তি কখনো ক্ষুদ্র হয় না, যদি তা আসে অন্তরের গভীর থেকে।। হরে কৃষ্ণ ❤️🙏😍 #😇আজকের Whatsappস্টেটাস 🙌 #🙏ভক্তি ভজন🎵 #🥰লাভ goals❤ #জয় শ্রী কৃষ্ণ #হরে কৃষ্ণ
13 likes
32 shares