🙏জ্যোতির্লিঙ্গ🙏
2K Posts • 1M views
Dhoni
535 views 2 months ago
#🙏জ্যোতির্লিঙ্গ🙏 #🙏হর হর মহাদেব🕉 #🕉️রুদ্রাভিষেক🔱 #🙏ওম নম:শিবায়🔱 #🪷শ্রাবণ মাসের স্পেশাল লুক ২০২৫🔱 . ⚜️🔔#হর_হর_মহাদেব_challenge🔔⚜️ #জয়_শিব_শঙ্কর_challenge ⛳🌿❤️ #ওঁম_নমঃ_শিবায়_challenge 🕉️🌿🚩 *─⊱✼ #হর_হর_মহাদেব ✼⊰─* ✧════════•❁❀❁•════════✧ 🧡⚜️🕉️ আজ সোমবার 18/08/2025 🕉️⚜️🧡 আজ ভাদ্র মাসের ০১ তারিখ সোমবার ✧════════•❁❀❁•════════✧ #শিবের_প্রণাম_মন্ত্র : - নমঃ শিবায় শান্তায় কারুণাত্রায় হেতবে নিবেদিতামি চাত্মানং ত্বং গত্বিং পরমেশ্বর ॥ #মহাকাল #মহা_মৃত্যুঞ্জয়_মন্ত্র : - ॐ ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম্ । উর্বারুকমিব বন্ধনান্ মৃত্যৌর্মুক্ষীয় মামৃতাত্ ॥ #হর_হর_মহাদেব বাবার পুজোয় কি কি জিনিস নিবেদন করতে নেই,,?🙏🏻 যেমন বাবা কে লাল চন্দন দেওয়া যায় না । বাবাকে ঘি দিয়ে স্নান করাতে নেই কারণ আগুনে জাল দেওয়া জিনিস দিয়ে বাবাকে স্নান করাতে নেই । বাবাকে দই দিয়ে স্নান করাতে হলে তাহলে বাড়িতে টক দই পেতে নিতে হবে, মধু বাবাকে দেওয়া যায়, যেমন তিল দিয়ে বাবাকে স্নান করাতে নেই তিল হচ্ছে নারায়ণের গায়ের ময়লা থেকে তৈরি হয়েছে, বাবার পূজার জলশঙ্কর ব্যবহার করতে নেই । বাবাকে স্নান করানোর নিয়ম একমাত্র পোষাকুসি দিয়ে তা না হলে তাম্র কুন্ডু দিয়ে । 🙏🏻 বাবার পুজোয় কি কি ফুল ব্যবহার করতে নেই,,? বাবার প্রিয় ফুল আমরা সবাই জানি, আকন্দ, ধুতরা, নীলকন্ঠ, তবে হ্যাঁ বাবাকে তিনটে বেলপাতা অবশ্যই নিবেদন করতে হয় । যেমন লাল ধরনের কোন ফুল বাবাকে দেওয়া যায় না বিশেষ করে জবা ফুল, বাবাকে শিউলি ফুল দিতে নেই, বাবাকে বেল ফুল দিতে নেই । যেকোনো ধরনের সাদা ফুল বাবাকে অর্পণ করা যায় । বাবার পুজোতে অবশ্যই গোটা ফল নিবেদন করতে হয় তার মধ্যে কলা বাদে আর সব ফল দেওয়া যায় ।🙏🏻 অনেক মন্দিরে দেখা যায় বাবাকে সিঁদুর দেয় বাবাকে সিঁদুর দিতে নেই বাবা হচ্ছেন পরম বৈষ্ণব । বৈষ্ণবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছেন বাবা ভোলানা 🥰🔱🙏🏻 #হর_হর_মহাদেব 🥰🌸🌷🔱🙏🏻
7 likes
5 shares