#🙏বিষ্ণু দেব🙏 #🙏ভগবান বিষ্ণু🙏 #ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী #🙏জয় মা লক্ষ্মী🙏 #জয় মা লক্ষ্মী ও শ্রী নারায়ণ 🙏🌷🙏 . #জয়_মা_লক্ষী_challenge ⛳🌿🌾
#জয়_শ্রী_বিষ্ণু_challenge ⛳🌿⚛️🚩🌾🌾
#ভগবান_বিষ্ণু🕉️⛳
বৃহস্পতিবার 11/09/2025
✧═══════•❁❀❁•═══════✧
🌺 আজ বৃহস্পতিবার মা লক্ষ্মী সাপ্তাহিক আরাধনার দিন । আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
🌷🙏🌾🪔👣🪔🌾🙏🌷
🌺 প্রতিটি বৃহস্পতিবারে বাঙালি গৃহিণীদের উপাস্য দেবী মা লক্ষ্মী । মায়ের সাপ্তাহিক ব্রত পালন করতে ব্যস্ত হয়ে পড়েন সবাই । সবার মনোবাসনা পূর্ণ করো মা ।🌺🌺
বৃহস্পতিবার মহালক্ষ্মী পূজা করার জন্য, প্রথমে স্থান পরিষ্কার করে আল্পনা আঁকতে হবে । এরপর ঘটে জল ভরে, তার উপরে পঞ্চপল্লব ও নারকেল রেখে, ঘটের চারপাশে রঙিন সুতো বাঁধতে হবে । ঘটের সামনে মা লক্ষ্মীর ছবি বা মূর্তি স্থাপন করে, ধূপ, দীপ, ফুল, মিষ্টি, ফল ইত্যাদি উৎসর্গ করে পূজা করতে হবে। এরপর লক্ষ্মীর মন্ত্র জপ এবং আরতি করে, সকলের মধ্যে প্রসাদ বিতরণ করতে হবে ।
━━━━━•⊰❁*❀$❁❁$❀*❁⊱•━━━━•
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
01. #মা_লক্ষীর_প্রনাম_মন্ত্র : -
ওঁ বিশ্বরূপস্য ভার্য্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে ।
সর্ব্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমহস্তুতে ।।
02. #মা_লক্ষীর_গায়ত্রী_মন্ত্র : -
ওঁ মহালক্ষ্ম্যৈ বিদ্মহে মহাশ্রীয়ৈ ধীমহি তন্নোঃ শ্রী প্রচোদয়াৎ ।
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
03.🕉#মা_লক্ষীর_পুষ্পাঞ্জলি_মন্ত্র : -🕉
নমস্তে সর্বদেবানং বরদাসি হরিপ্রিয়ে যা গতিস্তং প্রপন্নানং স্বা মে 🙏ভূয়াত্বদর্চবাৎ🙏
04. #মা_লক্ষ্মীর_ধ্যান : -
ওঁ পাশাক্ষমালিকাম্ভোজসৃণিভর্যাম্যসৌম্যয়োঃ ।
পদ্মাসনস্থাং ধ্যায়েচ্চ শ্রীয়ং ত্রৈলোক্যমাতরং
গৌরবর্ণাং সুরূপাঞ্চ সর্বালঙ্কারভূষিতাং ।
রৌক্মপদ্মব্যগকরাং বরদাং দক্ষিণেন তু ।।
এতৎ পাদ্যং ওঁ লক্ষ্ম্যৈ নমঃ
05.🏵🏵#শ্রীশ্রী_লক্ষ্মীর_স্তব_মন্ত্র 🏵🏵
ওঁ ত্রৈলোক্য-পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে,
যথা ত্বং সুস্থিরা কৃষ্ণে তথা ভব ময়ি স্থিরা ।
ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতির্হরিপ্রিয়া,
পদ্মা পদ্মালয়া সম্পৎপ্রদা শ্রী: পদ্মধারিণী ।
দ্বাদশৈতানি নামানি লক্ষীং সম্পূজ্য য: পঠেৎ,
স্থিরা লক্ষীর্ভবেত্তস্য পুত্রদারাদিভি: সহ ।
06.☀️🏵 #শ্রীশ্রী_মা_লক্ষ্মীরস্তোত্র 🏵☀️
লক্ষ্মীস্তং সর্বদেবানাং যথাসম্ভব নিত্যশঃ ।
স্থিরাভাব তথা দেবী মম জন্মনি জন্মনি ।।
বন্দে বিষ্ণু প্রিয়াং দেবী দারিদ্র্য দুঃখনাশিনী ।
ক্ষীরোদ সম্ভবাং দেবীং বিষ্ণুবক্ষ বিলাসিনীঃ ।।
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿♥️🌾💐🐚🐚
07. #মা_লক্ষীর_আবাহন : -
এস মা লক্ষ্মী, কমল বরণী, কমলালতিকা দেবী কমলিনী-কমল আসনে, বিরাজ কমলা, কমলময়ী ফসলবাসিনী ।।
কমল বসন, কমল ভূষণ, কমনীয় কান্তি অতি বিমোহন । কোমল করে, শোভিছে কমল, ধাল সিঁদুরে শোভে দেখি শিরে । কোমল কন্ঠে কমল হারে, কোমল বদন দেখি যে সুন্দরে ।। কমল চরণে কমল নূপুর, কমল অলক্ত মরি কি সুন্দর । দীন মধুসূদনের সন্তাপ হর তুমি নারায়ণী শান্তিপ্রদায়িনী ।।
━━━━━•⊰❁*❀$❁❁$❀*❁⊱•━━━━•
08. #মা_লক্ষীর_বরণ : -
তুমি মাগো লক্ষ্মীদেবী কমল বরণী ।
কমললতিকা কৃপা কর নারায়ণী ।।
সাজায়ে রেখেছি মাগো ধান্য-গুয়া-পান ।
আসিয়া মাগো কর ঘটেতে অধিষ্ঠান ।।
ঘরেতে ধূপ ধূনা আর ঘৃতবাতি ।
হৃদয় কমলে ওমা করহ বসতি ।।
পদ্মাসনে পদ্মদল রাখি থরে থরে ।
শঙ্খ বাদ্যে বরণ করি তোমা ছরে ।।
সবে করি লক্ষ্মীপূজা অতি সযতনে ।
আশিস করহ মাতঃ আমা সব জনে ।।
━━━━━•⊰❁*❀$❁❁$❀*❁⊱•━━━━•
09. #মা_লক্ষীর_পূজার_প্রস্তুতি : -
#মা_লক্ষীর_স্থান_নির্বাচন : -
পূজা করার স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করে, আল্পনা দিয়ে সাজান ।
10. #মা_লক্ষীর_ঘট_স্থাপন : -
একটি নতুন বা পরিষ্কার ঘটে জল ভরে, তার উপরে পঞ্চপল্লব (আম, বট, অশ্বত্থ, পাকুড়, যজ্ঞডুমুর) ও একটি নারকেল রাখুন । ঘটের চারপাশে রঙিন সুতো দিয়ে বেঁধে দিন ।
11. #মা_লক্ষীর_মূর্তি_বা_ছবি_স্থাপন : -
ঘটের সামনে মা লক্ষ্মীর ছবি বা মূর্তি স্থাপন করুন ।
12. #মা_লক্ষীর_পূজার_উপকরণ_সংগ্রহ : -
ধূপ, দীপ, ফুল, মিষ্টি, ফল, কর্পূর, চন্দন, ইত্যাদি পূজা সামগ্রী সংগ্রহ করুন ।
13. #মা_লক্ষীর_অন্যান্য_উপকরণ : -
চাল, দূর্বা, সিঁদুর, হলুদ, ঘটের জন্য নতুন কাপড়, প্রদীপ, ইত্যাদি সংগ্রহ করুন ।
14. #মা_লক্ষীর_পূজার_পদ্ধতি : -
প্রথমে গণেশ পূজা করুন, তারপর মা লক্ষ্মীর পূজা শুরু করুন ।
ধূপ, দীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর আরতি করুন ।
লক্ষ্মীর মন্ত্র জপ করুন, যেমন - "ওঁ শ্রীং হ্রীং শ্রীং মহালক্ষ্মী নমঃ" ।
ফল, ফুল, মিষ্টি, ইত্যাদি নিবেদন করুন ।
পূজার শেষে আরতি করুন এবং সকলের মধ্যে প্রসাদ বিতরণ করুন ।
15. #মা_লক্ষীর_বিশেষ_টিপস : -
লক্ষ্মী পূজায় লাল ফুল, বিশেষত পদ্মফুল ব্যবহার করা শুভ ।
পূজার সময় ভক্তিভরে মন্ত্র জপ করুন এবং দেবীর কাছে মনোষ্কামনা জানান ।
পূজার পর কিছু সময়ের জন্য নীরব হয়ে বসে দেবীর ধ্যান করুন ।
শুক্রবার লক্ষ্মী পূজা করলে সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ হয় ।
━━━━━•⊰❁*❀$❁❁$❀*❁⊱•━━━━•
┈┉━❀❈🙏🏻❈❀━┉┈
#ভগবান_বিষ্ণু_সম্পর্কে_কিছু_গুরুত্বপূর্ণ_তথ্য 🙏
✧═══════•❁❀❁•═══════✧
🍁ঈশ্বরের সৃষ্টিকারী শক্তি যে দেবতা পালন করেন, তার নাম বিষ্ণু । বিশ্বকে প্রকাশ করে বিরাজ করেন বলে তার নাম বিষ্ণু । 🕉️
বেদে বিষ্ণু দেবতার উল্লেখ আছে। বেদে বলা হয়েছে, বিষ্ণু পার্থিব লোক পরিমাপ করেছেন । বিশাল তার শরীর, তিনি চিরতরুণ । 🕉️
পুরাণে বলা হয়েছে, বিষ্ণু সৃষ্টির পালক । ব্রহ্মা, বিষ্ণু ও শিব পৌরাণিক দেবতাদেরমধ্যে প্রধান । এ তিনজন প্রধান দেবতাকে একত্র ‘ত্রিমূর্তি’ বা ‘ত্রিনাথ বলা হয় সুতরাং বিষ্ণু এই ত্রিমূর্তির অন্যতম । বিষ্ণুর অনেক নাম। যেমন, নারায়ণ, কৃষ্ণ, গোবিন্দ ত্রিবিক্রম
ইত্যাদী ।🕉️🙏❤️
✧═══════•❁❀❁•═══════✧
🍁 #ভগবান_বিষ্ণুর_রূপ 🍁
👉পুরানে বিষ্ণুর রূপ সম্পর্কে বলা হয়েছে বিষ্ণুর গায়ের রং চাঁদের আলোর মত । তার চারটি হাত । চার হাতে চারটি দ্রব্য থাকে । ওপরের দিককার বা হাতে থাকে বিষ্ণুর শঙ্খ । এই শঙ্খকে বলা হয় ‘পাঞ্চজন্য’ বলা হয়। ওপরের দিকের ডান হাতে থাকে চক্র ।🕉️🙏
👉বিষ্ণুর এই চক্রকে বলা হয় ‘সুদর্শন’ । তার নিচের দিকে বা হাতে গদা এবং ডান হাতে পদ্ম থাকে । গরুড়পাখি বিষ্ণুর বাহন । পুরানে বলা হয়েছে বিষ্ণু বৈকুন্ঠে থাকেন ।🕉️🙏❤️
✧═══════•❁❀❁•═══════✧
🍁 #বিষ্ণু_পূজার_সময় 🍁
সকল দেবতার পূজা করার সময় যে পঞ্চ দেবতার পূজা করা হয় তারা হলেন শিব, বিষ্ণু, গণেশ, সূর্য ও জয়দুর্গা । সুতরাং বিষ্ণু পঞ্চ দেবতার অন্যতম । সকল দেবতার পূজা করার সময় বিষ্ণুর পূজা করা হয় বলে বিষ্ণুপূজার নির্দিষ্ট দিন নেই । যে-কোন দিন বিষ্ণুর পূজা করা যায় ।🕉️🙏❤️
✧═══════•❁❀❁•═══════✧
#বিষ্ণুর_স্নান_মন্ত্র : -
ওঁ সহস্রশীর্ষা পুরুষঃ সহস্রাক্ষ সহস্রপাৎ । স ভূমিং সর্বতঃ স্পৃত্বা অত্যত্তিষ্ঠদ্দশাঙ্গুলাম্ ।। ওঁ নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো বিষ্ণুঃ প্রচোদয়াৎ ওঁ ।।
✧═══════•❁❀❁•═══════✧
#বিষ্ণুর_ধ্যান_মন্ত্র : -
শান্তকারাম ভূজাগাশায়ানাম পদ্মনাভম সুরেসম । বিশ্বাধাররম গগনসদৃর্শম মেঘবর্ণাম শুভাঙ্গম ।।
✧═══════•❁❀❁•═══════✧
#বিষ্ণুর_চরণামৃত_লওয়ার_মন্ত্র : -
ওঁ অকাল-মৃত্যু-হরণং সর্ব্ব ব্যাধি_বিনাশনং ।
কৃষ্ণ পাদোদকং পীত্বা শিরসা ধারয়াম্যহং ।।
✧═══════•❁❀❁•═══════✧
#নারায়ণের_ধ্যান_মন্ত্র : -
ওঁ ধ্যেয়ৎ গুণাতীতং গুণত্রয় সমন্বিতং । লোকনাথং ত্রিলোকেশং পীতাম্বর ধরং । ইন্দি বরদল শ্যামং শঙ্খ চক্র গদাধরং । নারায়ণ চর্তুবাহুং শ্রীবৎস পদ ভূষিতং । গোবিন্দং গোকুলানন্দং জগতং পিতরং গুরুম ।।
✧═══════•❁❀❁•═══════✧
#সত্যনারায়ণের_প্রনাম_মন্ত্র : -
ওঁ সত্যনারায়ণং দেবং বন্দেহহং কামদং শুভম । লীলয়া বিততং বিশ্বং যেন তস্মৈ নমো নমঃ ।।
✧═══════•❁❀❁•═══════✧
#বিষ্ণুর_পুষ্পাঞ্জলি_মন্ত্র : -
ওঁ নমস্তে বিশ্বরূপায় শঙ্খচক্রধরায় চ । পদ্মনাভায় দেবায় হ্নষীকপতয়ে নমঃ ।। নমো অনন্ত স্বরূপায় ত্রিগুণাত্মবিভাসিনে । এস পুষ্পাঞ্জলি ওঁ সত্যনারায়ণায় নমঃ ।।
✧═══════•❁❀❁•═══════✧
#স্ত্ততি_পাঠ : -
ওঁ অচ্যুত পুন্ডরী কাক্ষং নরসিংহ দৈত্যসুদনং । হ্নষীকেশং জগন্নাথং বাগীশং বরদায়কম ।গুনত্রয় গুনাতীতং গোবিন্দং গরুড়ধ্বজম্ । জনার্দনং জনানন্দং জানকী বল্লভং জয়ম । প্রণমামি সদ্য সত্য-নারায়ণমতঃপরম । দুর্গমে বিষয়ে ঘোরে (শক্র) ভিঃ পরিপীড়িতে । বিবিধাপৎসু দুষ্টেষু তথান্যে ষ্ফ্রপি যদ্ভয়ম । নামোন্যেতানি সংকীর্তন ঈপ্সিতং ফলংমাপুয়াৎ ।।
✧═══════•❁❀❁•═══════✧
🍁 #বিষ্ণুর_প্রনাম_মন্ত্র : - 🍁
নমো ব্রহ্মণ্যদেবার গোব্রাহ্মণ হিতায় চ ।
জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ ।।
✧═══════•❁❀❁•═══════✧
#সরলার্থ : -
ব্রহ্মণ্যদেবকে নমস্কার । গো-ব্রাহ্মণের হিতকারী এবং জগতের মঙ্গলকারী কৃষ্ণকে-গোবিন্দকে নমস্কার ।
✧═══════•❁❀❁•═══════✧
🍁 #বিষ্ণুর_মাহাত্ম্য 🍁
বিষ্ণু দেবতাদের মধ্যে শেষ্ঠত্ব লাভ করেছেন । পুরাণ পাঠের সময় আমরা দেখি যখনই কোন দেবতা কোন বিপদে পড়েন, তখন তিনি শ্রীবিষ্ণুর শরণ নেন । বিষ্ণু বিভিন্ন অবতাররূপে অনেকবার পৃথিবীতে এসে দুষ্টের দমন ও শিষ্টের পালন করে ধর্ম স্থাপন করেছেন । পুরাণে তার নানা অবতারের নাম বলা হয়েছে । যেমন- মৎস অবতার, কূর্ম অবতার, নৃসিংহ অবতার, পশুরাম অবতার, রাম অবতার ইত্যাদী । 🕉️🙏❤️
✧═══════•❁❀❁•═══════✧
🙏🙏🙏❤️
#ভগবান_বিষ্ণু ⛳🕉️⚛️🌿🚩
#জয়_শ্রী_কৃষ্ণ 🕉️🙏❤️