অসম, গুজরাত, বিহারের মতো ডবল ইঞ্জিন রাজ্যে দুর্যোগ হলেই হাজার হাজার কোটি টাকার বন্যাত্রাণ। আর বাংলায় এত বড় প্রাকৃতিক বিপর্যয় হয়ে গেল, উত্তরবঙ্গে এত ক্ষতি হয়ে গেল, তবুও এক টাকাও দিল না মোদী সরকার।
আসলে বিজেপির সবটাই ভোট রাজনীতি। ভোট এলেই হাজারো প্রতিশ্রুতি, আর ভোটে হারলেই বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণ। বছরের পর বছর বঞ্চনার শিকার আমাদের বাংলা।
তবুও আমরা উঠে দাঁড়াব, নিজের দমে। বাংলার মানুষ মাথা নত করবে না, ঠিক হক আদায় করে ছাড়বে আর বিজেপিকে বাংলা-ছাড়া করে ছাড়বে।
#ছি:ছি: বিজেপি #তিন বাটি শুভেন্দু #সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস #জয় বাংলা #📰রাজ্যের আপডেট📰