#🙏ভগবান বিষ্ণু🙏 #ভগবান বিষ্ণু #🙏বিষ্ণু দেব🙏 🌿 . 🕉️⚛️💗 #সনাতন_ধর্ম 💗⚛️🕉️⛳🚩
⚜️🔔 #জয়_শ্রী_বিষ্ণু_challenge 🔔⚜️
*─⊱✼ #ভগবান_বিষ্ণ ✼⊰─*
✧════════•❁❀❁•════════✧
🧡⚜️🕉️ আজ বৃহস্পতিবার 18/09/2025 🕉️⚜️🧡
আজ আশ্বিন মাসের ০১ তারিখ বৃহস্পতিবার
✧════════•❁❀❁•════════✧
#ভগবান_বিষ্ণু_সম্পর্কে_কিছু_গুরুত্বপূর্ণ_তথ্য 🙏
🍁ঈশ্বরের সৃষ্টিকারী শক্তি যে দেবতা পালন করেন, তার নাম বিষ্ণু । বিশ্বকে প্রকাশ করে বিরাজ করেন বলে তার নাম বিষ্ণু । 🕉️
বেদে বিষ্ণু দেবতার উল্লেখ আছে। বেদে বলা হয়েছে, বিষ্ণু পার্থিব লোক পরিমাপ করেছেন । বিশাল তার শরীর, তিনি চিরতরুণ । 🕉️
পুরাণে বলা হয়েছে, বিষ্ণু সৃষ্টির পালক । ব্রহ্মা, বিষ্ণু ও শিব পৌরাণিক দেবতাদেরমধ্যে প্রধান । এ তিনজন প্রধান দেবতাকে একত্র ‘ত্রিমূর্তি’ বা ‘ত্রিনাথ বলা হয় সুতরাং বিষ্ণু এই ত্রিমূর্তির অন্যতম । বিষ্ণুর অনেক নাম। যেমন, নারায়ণ, কৃষ্ণ, গোবিন্দ ত্রিবিক্রম
ইত্যাদী ।🕉️🙏❤️
✧═══════•❁❀❁•═══════✧
🍁 #ভগবান_বিষ্ণুর_রূপ 🍁
👉পুরানে বিষ্ণুর রূপ সম্পর্কে বলা হয়েছে বিষ্ণুর গায়ের রং চাঁদের আলোর মত । তার চারটি হাত । চার হাতে চারটি দ্রব্য থাকে । ওপরের দিককার বা হাতে থাকে বিষ্ণুর শঙ্খ । এই শঙ্খকে বলা হয় ‘পাঞ্চজন্য’ বলা হয়। ওপরের দিকের ডান হাতে থাকে চক্র ।🕉️🙏
👉বিষ্ণুর এই চক্রকে বলা হয় ‘সুদর্শন’ । তার নিচের দিকে বা হাতে গদা এবং ডান হাতে পদ্ম থাকে । গরুড়পাখি বিষ্ণুর বাহন । পুরানে বলা হয়েছে বিষ্ণু বৈকুন্ঠে থাকেন ।🕉️🙏❤️
✧═══════•❁❀❁•═══════✧
🍁 #বিষ্ণু_পূজার_সময় 🍁
সকল দেবতার পূজা করার সময় যে পঞ্চ দেবতার পূজা করা হয় তারা হলেন শিব, বিষ্ণু, গণেশ, সূর্য ও জয়দুর্গা । সুতরাং বিষ্ণু পঞ্চ দেবতার অন্যতম । সকল দেবতার পূজা করার সময় বিষ্ণুর পূজা করা হয় বলে বিষ্ণুপূজার নির্দিষ্ট দিন নেই । যে-কোন দিন বিষ্ণুর পূজা করা যায় ।🕉️🙏❤️
✧═══════•❁❀❁•═══════✧
#বিষ্ণুর_স্নান_মন্ত্র : -
ওঁ সহস্রশীর্ষা পুরুষঃ সহস্রাক্ষ সহস্রপাৎ । স ভূমিং সর্বতঃ স্পৃত্বা অত্যত্তিষ্ঠদ্দশাঙ্গুলাম্ ।। ওঁ নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো বিষ্ণুঃ প্রচোদয়াৎ ওঁ ।।
✧═══════•❁❀❁•═══════✧
#বিষ্ণুর_ধ্যান_মন্ত্র : -
শান্তকারাম ভূজাগাশায়ানাম পদ্মনাভম সুরেসম । বিশ্বাধাররম গগনসদৃর্শম মেঘবর্ণাম শুভাঙ্গম ।।
✧═══════•❁❀❁•═══════✧
#বিষ্ণুর_চরণামৃত_লওয়ার_মন্ত্র : -
ওঁ অকাল-মৃত্যু-হরণং সর্ব্ব ব্যাধি_বিনাশনং ।
কৃষ্ণ পাদোদকং পীত্বা শিরসা ধারয়াম্যহং ।।
✧═══════•❁❀❁•═══════✧
#নারায়ণের_ধ্যান_মন্ত্র : -
ওঁ ধ্যেয়ৎ গুণাতীতং গুণত্রয় সমন্বিতং । লোকনাথং ত্রিলোকেশং পীতাম্বর ধরং । ইন্দি বরদল শ্যামং শঙ্খ চক্র গদাধরং । নারায়ণ চর্তুবাহুং শ্রীবৎস পদ ভূষিতং । গোবিন্দং গোকুলানন্দং জগতং পিতরং গুরুম ।।
✧═══════•❁❀❁•═══════✧
#সত্যনারায়ণের_প্রনাম_মন্ত্র : -
ওঁ সত্যনারায়ণং দেবং বন্দেহহং কামদং শুভম । লীলয়া বিততং বিশ্বং যেন তস্মৈ নমো নমঃ ।।
✧═══════•❁❀❁•═══════✧
#বিষ্ণুর_পুষ্পাঞ্জলি_মন্ত্র : -
ওঁ নমস্তে বিশ্বরূপায় শঙ্খচক্রধরায় চ । পদ্মনাভায় দেবায় হ্নষীকপতয়ে নমঃ ।। নমো অনন্ত স্বরূপায় ত্রিগুণাত্মবিভাসিনে । এস পুষ্পাঞ্জলি ওঁ সত্যনারায়ণায় নমঃ ।।
✧═══════•❁❀❁•═══════✧
#স্ত্ততি_পাঠ : -
ওঁ অচ্যুত পুন্ডরী কাক্ষং নরসিংহ দৈত্যসুদনং । হ্নষীকেশং জগন্নাথং বাগীশং বরদায়কম ।গুনত্রয় গুনাতীতং গোবিন্দং গরুড়ধ্বজম্ । জনার্দনং জনানন্দং জানকী বল্লভং জয়ম । প্রণমামি সদ্য সত্য-নারায়ণমতঃপরম । দুর্গমে বিষয়ে ঘোরে (শক্র) ভিঃ পরিপীড়িতে । বিবিধাপৎসু দুষ্টেষু তথান্যে ষ্ফ্রপি যদ্ভয়ম । নামোন্যেতানি সংকীর্তন ঈপ্সিতং ফলংমাপুয়াৎ ।।
✧═══════•❁❀❁•═══════✧
🍁 #বিষ্ণুর_প্রনাম_মন্ত্র : - 🍁
নমো ব্রহ্মণ্যদেবার গোব্রাহ্মণ হিতায় চ ।
জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ ।।
✧═══════•❁❀❁•═══════✧
#সরলার্থ : -
ব্রহ্মণ্যদেবকে নমস্কার । গো-ব্রাহ্মণের হিতকারী এবং জগতের মঙ্গলকারী কৃষ্ণকে-গোবিন্দকে নমস্কার ।
✧═══════•❁❀❁•═══════✧
🍁 #বিষ্ণুর_মাহাত্ম্য 🍁
বিষ্ণু দেবতাদের মধ্যে শেষ্ঠত্ব লাভ করেছেন । পুরাণ পাঠের সময় আমরা দেখি যখনই কোন দেবতা কোন বিপদে পড়েন, তখন তিনি শ্রীবিষ্ণুর শরণ নেন । বিষ্ণু বিভিন্ন অবতাররূপে অনেকবার পৃথিবীতে এসে দুষ্টের দমন ও শিষ্টের পালন করে ধর্ম স্থাপন করেছেন । পুরাণে তার নানা অবতারের নাম বলা হয়েছে । যেমন- মৎস অবতার, কূর্ম অবতার, নৃসিংহ অবতার, পশুরাম অবতার, রাম অবতার ইত্যাদী । 🕉️🙏❤️
✧═══════•❁❀❁•═══════✧
🙏🙏🙏❤️
#ভগবান_বিষ্ণু ⛳🕉️⚛️🌿🚩
#জয়_শ্রী_কৃষ্ণ 🕉️🙏❤️