মুখ ফিরিয়ে নিয়েছে যারা হাঁটুক বিপরীতে,,, সম্পর্ক লাগুক জোড়া ডিসেম্বরে শীতে,, দেখতে দেখতে এই বছরটাও শেষের পথে,,, এই একটা বছরে কত মানুষের সাথে আলাপ হয়েছে,,, বন্ধু হয়েছে,,, হারিয়েছে অনেক,,, হারানোর পথে অনেকে,,, অনেকেরই মাঝপথে হাত ছেড়ে চলে গেছে,, যাদের থেকে যাওয়ার কথা ছিল,,, হয়তো সামান্য ছোট্ট ভুলে কিংবা ভুল বোঝাবুঝি,,, অথবা কোন কারণ ছাড়াই,, কিন্তু স্মৃতিগুলো ,,একসাথে দেখা স্বপ্ন ,,কাটানো প্রতিটা মুহূর্ত,, এই শহর ভুলে থাকতে দেবে,, আমি চাই সবাই ভালো থাকুক,,, ফুলের মত সবাই হাসতে থাকুক,,, দিনশেষে কাঁধে হাতটা রাখুক,, বছরটা শেষ হোক,, সম্পর্কটা টা নয়,, এই শহর ভালোবাসতে শেখায় বিচ্ছেদ নয়,,, থাকুক না কার দোষ কতটা,, সেসব হিসেব পরে,,, হারিয়ে যাওয়া মুখগুলো সব ফিরুক ডিসেম্বরে,,, সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা—
সম্পর্কগুলো নবজন্ম পাক,,, 🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹 #😍আমার পছন্দের স্টেটাস😍