####শুভ সকাল,
এক কাপ চা
rj rita এর সাথে ## #আন্তর্জাতিক চা দিবস #😀👫❤️🌹🍕☕চা ও সিঙাড়া সড়যোগে বাঙালির সান্ধ্য চায়ের আড্ডা 🍕☕👫🌹❤️😀# #চায়ের সাথে গুড মর্নিং☕ #😍আমার পছন্দের স্টেটাস😍 অপরাজিতা ফুলের চা। তৈরি করার রেসিপি। উপকরণ ঃ 10টি অপরাজিতা ফুল ।1 টেবিল চামচ আদা বাটা। 1 টেবিল চামচ লেবুর রস । 1 টেবিল চামচ মধু। রান্না উপকরণ ঃ সস প্যানে জল ফুটাতে দিতে হবে । অপরাজিতা ফুল গুলি ভালো করে ধুয়ে নিতে হবে। এর পর জল ফুটে উঠলে এতে অপরাজিতা ফুল গুলি দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে এতে মধু ও আদা বাটা মেশাতে হবে । এরপর। ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। 2 মিনিট পর ঢাকনা খুলে লেবুর রস মিশিয়ে দিতে হবে । এর পর ভালো করে নাড়িয়ে গরম গরম পরিবেশন করুন অপরাজিতা ফুলের চা।
